মানিকগঞ্জ প্রতিনিধি:
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জে কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের কৃতিসন্তান,বিশিষ্ট সমাজসেবক লুৎফর রহমান যুবায়ের। আজ দুপরে প্রবাস জীবনের কষ্টার্জিত আয় থেকে তিনি সাধারণ মানুষের মাঝে চাল ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌছে দেয়া শুরু করেছেন। তিনি বলেন এই দুঃসময়ে মানুষের কষ্টনিয়ে রাজনীতি নয়। যারা প্রয়োজনেও মানুষের কাছে হাত পাততে পারেন না। আমি গোপনে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিবো। তিনি আরোও বলেন আমার সামর্থ অনুযায়ী যতটুক সম্ভব আমি সাধারণ মানুষের এই ক্রান্তিলগ্নে পাশে থাকবো। আমি প্রচারে নয় কাজে বিশ্বাসী। আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তার ত্রাণ বিতরণের কার্যক্রমের সুচনালগ্নে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল,সদর উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান ওয়াসিম, ফরিদুল ইসলাম জুয়েল সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।