স্টাফ রিপোর্টার :
ব্যক্তিগত উদ্যোগে মানিকগঞ্জের কর্মহীন ব্যক্তিদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রমজান আলী।
আজ (শনিবার) পৌর এলাকার বড়সরুন্ডী আমবাগানে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি চাল ও আটা বিতরণ করেন। তিনি কিছু সংখ্যক ব্যক্তিকে নিজ হাতে তুলে দেন এবং অন্যদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার প্রতিনিধিদের হাতে তুলে দেন। ৪ হাজার ব্যক্তিকে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এই খাদ্যসহায়তা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর শেখ এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সলর মীর জাহিদ হোসেন।