স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ পৌরসভা।
শনিবার দুপুরে দিকে মানিকগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের ২’শত কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম এবং মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক বাসুদেব সাহা, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মহিদুজ্জামান মহিদ, সমাজসেবক ইয়াহিয়া টিটু, সাইদ মামুন, মোসলেম মোল্লা, কবির হোসেন মন্টু, নৌমি খান, সুমন খন্দকার, বাবুল, লালন, মনির, বিশ্বনাথ সরকার, সোহেল, রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় উপকারভোগীদের মাঝে চাল, ডাল, আলু, তেল ও লবণ বিতরণ করা হয়।