স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে মানিকগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ জেলার যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা। রোববার রাতে তার ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব দাশরা, গোলাম আলীর মোড়, ধোপাপাড়া, রায়পাড়া, ও কালিখোলার প্রায় দেড় শতাধিক পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক কর্মসংস্থান সম্পাদক নাহিদুর রহমান, জেলা যুবলীগ সদস্য শ্যাম নারায়ণ বসু, সমাজসেবক মোল্লা দুলাল দত্ত বিশ্বনাথ সরকার সুজন দাস স্বপন সোহেল রাকিব প্রমূখ। এ সময় উপকারভোগীদের মাঝে চাল,ডাল,আলু,তেল ও লবণ দেওয়া হয়।