স্টাফ রিপোর্টার:
করোনা সংকটে মানিকগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও বসুন্ধরা গ্রæপের উপদেস্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনুর পক্ষ থেকে কর্মহীন ও দুঃস্থদের মাঝে ৩ শতাধিক দু;স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ প্রেসক্লাব।
আজ ১৪ এপ্রিল (মঙ্গলবার) দুপরে প্রেসক্লাব চত্বরে দু:স্থ ব্যক্তিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সামজিক দুরত্ব রক্ষা করে এই সহায়তা বিতরণ করেন প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাবেক সহ-সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু ও আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাবেক যুগ্ম-সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আনছারী, নির্বাহী সদস্য আব্দুল মোমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রত্যেক পরিবারের মাঝে ৫কেজি করে আটা ও ১কেজি করে চিনি বিতরণ করা হয়।