স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ পৌরসভায় হ্যান্ড ওয়াশবেশিনের উদ্ধোধন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম ।
সোমবার দুপুরে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে পৌরসভার সামনে এ হ্যান্ড ওয়াশবেশিনের উদ্ধোধনীর সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উপ সহকারী প্রকৌশলী কাবুল উদ্দিন খান, ক্যাবের জেলা শাখার সাধারন সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপসহ অন্যান্যরা।
জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় ২১টি হ্যান্ড ওয়াশবেশিন নির্মান করা হয় এবং এসমস্ত জায়গায় ব্লিচিং পাউডার,সাবান ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হচ্ছে। এছাড়া করোনা ভাইরাস সংক্রামণকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০০কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান, মানিকগঞ্জ পৌরসভায় ১০০কেজি ব্লিচিং পাউডার ও ১০০টি সাবান ওসকল উপজেলায় ১০০কেজি ব্লিচিং পাউডার ২০০ টি সাবানও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।