মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে পত্রিকার এজেন্ট, হকারদের আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। আজ (শুক্রবার) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বর থেকে তাদের হাতে এই সহায়তা তুলে দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জ্জামান, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সংবাদপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি স্বপন সাহা এবং সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।
আর্থিক সংকটে পত্রিকার এজেন্ট ও হকাররা গত কয়েকদিন ধরে পত্রিকা বিলি বন্ধ রেখেছিলেন। এটা জানার পর, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দেওয়ার উদ্যো্গ নেয় জেলা প্রশাসন।
সামাজিক দুরত্ব ও নিজের সুরক্ষা নিশ্চিত করে পত্রিকা বিলি করার জন্য এজেন্ট ও হকারদের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক এস এম ফেরেদৗস।
জেলা সংবাদপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম বলেন, হকারদের সুরক্ষার জন্য বিশেষ পোষাক বা পিপিই প্রয়োজন।