মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় রুপালী আক্তার (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ভট্টিখালপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত রুপালী সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ভট্টিখালপাড় এলাকার মো.শরিফ হোসেনে স্ত্রী। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানার এসআই টুটুল মিয়া জানান, স্থানীয় চেয়ারম্যানের সংবাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,পারিবারিক কোলাহের জেরে এই ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।