মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জন। নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনায় ওই ব্যক্তির গ্রাম মানিকগঞ্জ সদর উপজেলার গোপালপুর ভাদুটিয়াকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ শনিবার রাতে আরো এক ব্যক্তির আক্রান্ত হওয়ার থবর নিশ্চিত করে জানান তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান , শনিবার রাত সাড়ে ১১টায় গোপালপুর -ভাদুটিয়া গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পৌর এলাকার বকজুরী গ্রামের যে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন তার বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া, একই উপজেলার গিলন্ড গ্রামের যে ব্যক্তির অ্যম্বুরলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়েছে সেই ব্যক্তির বাড়িটিও লকডাউন করা হবে বলে জানান তিনি। এর আগে, সিংগাইর উপজেলায় ৪ জন তাবলীগ জামাতের সদস্য, শিবালয় উপজেলায় একজন পুলিশ সদস্য এবং হরিরামপুর উপজেলায় একজন প্রেস-ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।