স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে বিএনপির পক্ষ থেকে দৌলতপুরের কর্মহীন মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সদস্য সচিব এস এ জিন্নাহ কবির। রবিবার দুপুরের জেলা বিএনপির সদস্য সচিব এস এ জিন্নাহ কবির দৌলতপুর উপজেলার নেতাকর্মীদের হাতে ৬শ দু:স্থ ও কর্মহীন অসহায় পরিবারের জন্য ওই খাদ্যসামগ্রী তুলে দেন।
এস এ জিন্নাহ কবির বলেন, সরকারের নির্দেশনায় সামাজিক দুরুত্ব বজায় রেখে দৌলতপুর উপজেলার নেতৃবৃন্দদের হাতে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও দুটি সাবানসহ ওই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ গোলাপ, যুগ্ম আহবায়ক এ্যাড: নরুল ইসলাম কুন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দীপু, সহ সভাপতি রিয়াজ মাহমুদ হারেজ, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম চাঁন, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।