মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে করোনায় কর্মহীনদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রোববার সকাল ১১ টার দিকে পৌর এলাকার দাশড়া চলাচলক্লাব প্রাঙ্গনে শতাধিক ব্যক্তিকে খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বান পাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুকুমার পাল নিমাই,শিবসিদ্ধেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক অম্বরীষ কুমার পাল, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, সাংগঠনিক সম্পাদক বাসুদেব গোস্বামী প্রমূখ।