স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদ।
সোমবার শহীদ রফিক সড়কে পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে সামাজিক
দুরত্ব নিশ্চিত করে কয়েকজনের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে
তালিকা অনুযায়ি বাকিদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
এসময় পরিষদের সভাপতি সুরুয খান, সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক আকবর, সহ সভাপতি মাহবুবুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক একে আজাদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আক্তার হোসেন মিলন উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদের সহযোগিতায় ৫০ জন মানুষের মাঝে চাউল, আটা, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরবর্তিতেও এই সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরনের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি সরুজ খান।