এস এম আকরাম হোসেন :
করোন পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের দিকনির্দেশনায় মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তিন শতাধিক দু:স্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চাল বিতরণ করেছে মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগ।
আজ (মঙ্গলবার) বিকালে মানিকগঞ্জের বাসষ্ট্যান্ডের কর্ণেল মালেক টাওয়ারের সামনে সামাজিক দুরত্ব রক্ষা করে ১০ কেজি করে চাল দু:স্থ ব্যক্তিদের হাতে তুলে দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, স্থানীয় ব্যবসায়ী তারা মিয়াসহ আওয়ামীলীগ পৌর শাখা এবং বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।