মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে কর্মহীন অসহায় ও দুস্থ ৩০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কর্ণেল মালেক টাওয়ার প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আফসার উদ্দিন সরকার, পরিচালক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল,পরিচালক সুদেব কুমার সাহা, পরিচালক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, পরিচালক রফিকুল ইসলাম পরান, পরিচালক এ্যাড: আবু বক্কর সিদ্দিক খান তুষার,পরিচালক আবুল বাশার, পরিচালক মো:মশিউর রহমান শিমুল, পরিচালক শহিদুল ইসলাম সুজন প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেককে চাল, ডাল, আলু, আটা, তেল, লবন ও সাবান বিতরণ করা হয়।