মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শারমীন উপজেলার কলিয়া ইউনিয়নের বেকীউয়াইল গ্রামের কৃষক মোঃ হানিফ আলীর মেয়ে। সে ১৮ নং হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়তো। আজ বৃহস্পতিবার বিকেলে বাইরে থেকে ঘরে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে মেয়েটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ঝড়ে এ এলাকায় মানুষের ঘর বাড়ি,গাছপালা ভেঙ্গে পড়েছে।বেশিরভাগ জমির ফসল নষ্ট হয়ে গেছে। কলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আইনুদ্দিন মৃধা জানান,বিকেলের পরে এ এলাকায় কাল বৈশাখী ঝড় শুরু হয়।এ ঝড়ে গাছের ডাল পড়ে এক শিশুর মৃ্ত্যু হয়েছে।এছাড়া এলাকার অর্ধশতাধিক বাড়ি,বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।