মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে দুই জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজন কর্ণেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক (ডাঃ মোতাহার হোসেন)এবং অন্যজন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডাঃ আবু হানিফ)।
বৃহস্পতিবার দুপুরে কর্ণেল মালেক মেডিকেল কলেজেল অধ্যাপক ডাঃ মোহাম্মদ আখতারুজ্জামান এবং মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ওই দুজনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তারা দুজনেই বর্তমানে ঢাকায় নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের কোয়ারেন্টাইনে রাখার প্রক্রিয়া চলছে বলে জানান তারা।
মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে একজনের দেহেও করোনার ভাইরাস শনাক্ত হয়নি। আক্রান্ত দুই চিকিৎসকের নমুনা সংগ্রহ ও পরীক্ষা ঢাকায় হয়েছে বলে তাদের রিপোর্ট মানিকগঞ্জে নেই। জেলা আক্রান্তের সংখ্যা মোট ১১ জন।