1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

ঘিওরে কর্মহীন ও দু:স্থ মানুষের মাঝে ত্রাণ বিতরন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৭৮৭ বার দেখা হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, ঘিওর:

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের নির্দেশক্রমে মানিকগঞ্জে ঘিওর উপজেলার মাইলাগী শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম প্রাঙ্গনে  জনকল্যাণমূলোক গ্রাম্য সংস্থা (বাড়ি)  উদ্যোগে মরণঘাতী করোনা ভাইরাসে এলাকার অসহায় হত দরিদ্র কর্মহীন দু:স্থ লোকজনের কাজকর্ম বন্ধ থাকায় সামাজিক নিরাপত্তা মেনে আজ বিকেলে ১৯৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।

বাড়ি’র সভাপতি শাওন সগীর সাগরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মান্নান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম,বাড়ি’র  সহ-সভাপতি পিযুষ কুমার দত্ত,মাইলাগী সমাজ কল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লিয়াকত হোসেন, বাড়ি’র সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান ভুইয়া, আওয়ামীলীগ নেতা মোঃ মাকসুদুর রহমান মাসুম প্রমুখ।  উল্লেখ্য, প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ,৫০০ গ্রাম ডাল ও ১টি করে মিষ্টি লাউ দেওয়া হয়।  এছাড়া বাড়ি’র উদ্যোগে মাইলাগী বাজার, শিমুলিয়া, বৈলট, বালিয়াখোড়া, পেঁচারকান্দা, ঘিওর বাজার, তেরশ্রী, মান্দারতা, সহ বিভিন্ন গ্রামাঞ্চলে সচেতনতামূল ১৮০টি ফেষ্টুন, ৫৪০টি মাস্ক, স্প্রেকরন ও বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। তবে ত্রাণ সামগ্রী বিতরন অব্যাহত থাকবে বলে বাড়ি’র সভাপতি শাওন সগীর সাগর জানিয়েছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury