মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরের জাবরা গ্রামে এই ব্যতিক্রম উদ্যোগ নেয় একটি পরিবার । অসহায় কর্মহীন হয়ে পড়া দুঃস্থ মানুষগুলো কোন না কোন ভাবে সরকারি , বেসরকারি ত্রাণ সামগ্রী পাচ্ছেন । কিন্তু দেশের এই করোন পরিস্থিতির মধ্যে রোজার কথা সামনে রেখে জবরা গ্রামের অর্ধ শতাধিক মধ্যবিত্ত ধর্মপ্রাণ জনগনের মঝে ইফতার সামগ্রী নিয়ে মানিকগঞ্জ জেলার মধ্যে প্রথম মনুষের পাশে এসে দাড়িয়েছে এই পরিবারটি ।
জানা গেছে, ঘিওর উপজেলার জাবরা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক ও মানিকগঞ্জ মহাকুমার জুরি বোর্ডের সদস্য মরহুম চান খান সাহেবের বড় ছেলের ঘরের এক মাত্র নাতি চাঁদ মানব উন্নয়ন সংস্থা ও ট্রমা জেনারেল হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক এবং ঘিওর প্রেসক্লাবের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক,সাংবাদিক মোঃ মিরোজ আলী খান এর সহায়তায় এসব ইফতার সামগ্রী নিয়ে ঐ পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনাভাইরাস মোকাবেলায় দেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী ও ধর্মীয় অনুভূতি হতে দেশের মানুষের পাশে থাকার প্রয়াশে এই ব্যাবস্থা করা হয়েছে। প্রতি পরিবারের জন্য শুকনা খাবার মুড়ি,চিড়া,ছোলা,চিনি,খোজুর সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
পরিবারের লোকজনের সাথে কথা বলে আরো জানাযায় এই পরিবার এলাকায় নানা ধর্মীও এবং সামাজিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকে।তারই অংশ হিসাবে পারিবারিক আর্থিক সহায়তায় ইফতার সমগ্রী বিতরন করা হয়,এতে আর্থিকভাবে সহায়তা করেন পরিবারের সদস্য জনাব মোঃ বাকাউল্লা,(মামা) সহকারী নাজির জেলা পরিষদ মানিকগঞ্জ, নাহিদ খান,(ভাই)। এবং সার্বিক ভাবে সহযোগিতা করে পরিবারের অন্যান্য সদস্য সবুজ,শান্ত,দিল,বাবন,সাইফ,মমো,প্রমূখ। সাংবাদিক মিরাজ খান বলেন আমার দাদা ও নানা দুজনেই ছিলেন সমাজ সেবক।আল্লাহ্তালা যদি আমাকে হায়াদ দান করেন তবে তাদের পথ অনুসরণ করেই এইভাবে সারা জিবন মানুষের পাশে থাকতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাবরা মুসলিম যুবক সমিতির সহ-সভাপতি মোঃ ইউসুব আলী খান,সাধারন সম্পাদক মোঃ ঝিলন খান,জাবরা নবারুন সংঘের সভাপতি জনাব মোঃ মুন্জুরুল হক,সাধারন সম্পাদক জাহিদ আলোম ( লিঠু) প্রচার সম্পাদক আমান উল্লাহ (শুভ) ও পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ্র।