স্টাফ রিপোর্টার :মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে অসচ্ছল ও কর্মহীন পরিবারের মাঝে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগীতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে তালিকা অনুযায়ী দুস্থ্য, অসহায়, কর্মহীন ও অসবচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ দুইশত টাকা তুলে দিচ্ছেন। শনিবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের বেউথা এলাকায় খাদ্যসহায়তা বিতরনকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌরসভার কাউন্সিলর সুভাস চন্দ্র সরকার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৌমিত্র সরকার মনা।
পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে জেলাজুড়ে লকডাউন চলছে। এতে অস্চ্ছল কর্মহীন, অসহায় মানুষ ঘরের মধ্যে মানবেতর জীবন যাপন করছে।এসব মানুষদের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রীর উপহার দেয়া হচ্ছে। পৌর এলাকার নয়টি ওয়ার্ডেই তালিকা অনুযায়ী পৌছে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত প্রায় চার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলেও তিনি জানান।