মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে মমতাজ চক্ষু হাসপাতালের জন্য মানিকগঞ্জ-২ আসনের সদস্য সদস্য জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগমের হাতে পিপিই তুলে দেন পৌর কাউন্সিলর সুভাষ সরকার। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ ৮টি পিপিই,তাপমাত্রা মাপার থর্মমিটার ও মাক্স বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জ্য, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা,জেলা পরিষদের সদস্য আবুল বাসার,যুবলীগ সদস্য এ্যাডভোকেট দেওয়ান মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৌমিত্র সরকার মনা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তাপস সাহা প্রমুখ।