আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন মন্ডলের উদ্যোগে অসহায়, দিনমজুর, গরীব ও মেহনতী মানুষের মধ্যে শাক, সবজি বিতরন করা হয়। ইতোমধ্যে করোনা ভাইরাস প্রভাব বিস্তার ঠেকানো প্রতিরোধে ঘরে থাকা মানুষের জীবন বাচাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যাতিক্রমী এই আয়োজন করা হয়। শুক্রবার সকালে মহল্লার প্রধান সড়কের পাশে বিভিন্ন শ্রেনী ও পেশার প্রায় ১০০০ মানুষের মাঝে এই শাক সবজি বিতরণ করেন।
যতদিন এই করোনা মহামারী থেকে সকলের মুক্তি না মেলে, ততদিন মানুষের পাশে আছি, থাকব এবং খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সহযোগিতা ওয়ার্ডের সকল জনগণের জন্য অব্যাহত থাকবে বলেও জানান তিনি।