মানিকগঞ্জ প্রতিনিধি:
দুই শতা ভাসমান দু:স্থ রোজাদারকে ইফতার করালেন শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদের সদস্যরা। আজ (বৃহস্পতিবার) ইফতারপূর্ব মহূর্তে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তাদের হাতে ইফতার সামগ্রী তুলেদেন সংগঠনটির সদস্যরা। বিতরণকালে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংগঠনটির সভাপতি নেহায়েত হাসান সবুজ, সাধারণ সম্পাদক সাইদুর নহমান সরন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হোসেন সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক আলামীন খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জিসানুর রহমান এবং ফেসবুকভিত্তিক বিনোদন গ্রুপ- ব্ল্যাক মিরর’র পরিচালক নুসরাত ইতি সহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
নেহায়েত হাসান সবুজসহ বলেন, ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন মানিকগঞ্জের কৃতি সন্তান। তাঁর নামে এই সংগঠনটির নামকরণ করা হযেছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববি্যোলয় পড়ুয়া শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য। ২০১০ সালে, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে তারা সমাজ উন্নয়নে নানাধরণের কাজ করে যাচ্ছেন। ১০ বছরের এই সংগঠনটির সদস্যরা টাকা জমিয়ে এসব কল্যাণমুখী কাজ বাস্তাবায়ন করা হয়। তবে, বিভিন্ন সময় তাদের কাজে খুশী হয়ে অনেকেই নানাধরণের সহযোগিতা দিয়ে থাকেন বলে জানান তিনি।