স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরন করছে সদর উপজেলা প্রসাশন।
এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ডাউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন দরিদ্য শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরন করা হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে খাদ্য সহায়তার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসএম তকিবুল ইসলাম, প্রধান শিক্ষক লাইজুর রহমান খান, দৈনিক টেলিগ্রামের সম্পাদক ও মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টীর পরিচালক শহিদুল ইসলাম সুজন প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবে নিম্নআয়ের কর্মহীন ব্যক্তির সন্তান যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সবল আগামী ভবিষ্যৎ গড়তে যাতে দেশ পিছিয়ে না পড়ে, সেজন্য কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হচ্ছে।