মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর নির্দেশণা মোতাবেক কোন জমি যাতে অনাবাদি না থাকে সেই লক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৪শত কৃষকের মাঝে ঢেড়স, শসা, ঝিঙা, ধুন্দল, কুমড়া, ডাটাশাক ও পুঁইশাকের বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর। আজ (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দেন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসরাফিল হোসেন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন। কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশণা অনুযায়ী সারাদেশে কৃষকদের মাঝে সব্জির বীজ বিতরণের অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলার ৪শত কৃষকদের মাঝে বিভিন্ন ধরণের বীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার কৃষকদের মাঝে এই বীজ সহায়তা প্রদান করা হবে।বাড়ির আঙিনাসহ কোন জমিই যাতে পতিত না থাকে সেই লক্ষে প্রধানমন্ত্রী এই নির্দেশণা দিয়েছেন। তিনি সকল কৃষককে বীজ বপন করে তার সঠিক পরিচর্যা করা আহবান করেছেন যাতে ভবিষ্যতে দেশে সব্জির ঘাটতি দেখা না দেয়।