শুভংকর পোদ্দার, হরিরামপুর:
মানিকগঞ্জের হরিরামপুরে দ্বিতীয় দফায় জেলেদের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচির ৮০কেজি পরিমাণের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে ২০১৯-২০২০ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকার জন্য বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৯৩টি জেলে কার্ডধারী পরিবারের মাঝে উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্ব) ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে ৮০কেজি পরিমাণে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল হোসেন।
এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নায়েব আলী, গোপিনাথপুর উত্তরপাড়া সরকারি প্রাঃ বিঃ এর প্রধান শিক্ষক প্রণব কুমার তরফদার, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার আবুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের মাঠ সংগঠক সোনাজ উদ্দিন ও বাহিরচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইব্রাহিম। আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ মোকসেদ আলী ও ইউপি সদস্যরা।
এসময় মৎস্য অফিসার ও ট্যাগ অফিসার চাল বিতরণের সময় সকলের উপস্থিতিতে তাদের সামনেই চাল চাল মেপে মেপে বিতরণ করেন।