স্টাফ রিপোর্টার:
করোনা সংকট মোকাবেলায় মানিকগঞ্জ পৌর এলাকার ৫শত দু:স্থ পরিবারকে ৩ হাজার করে মোট ১৫ লাখ টাকা দিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেএম) নামের একটি বেসরকারী সংস্থা। আজ (সোমবার) জেলাশহরের চরবেউথা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দু:স্থ পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং সংস্থাটির পৃষ্ঠপোষক মো. রমজান আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থাটির এলাকা ব্যবস্থাপক আবু মো. কামরুজ্জামান ও মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন। মো. রমজান আলী বলেন, নগদ টাকা দেওয়া ছাড়াও তারা সংস্থাটির পক্ষে ২০জন গৃহহীন পরিবারেক ঘর তৈরী করে দিযেছেন। এছাড়া, করোনা সংকট মোকাবেলায় কর্মহীন ব্যক্তিদের খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। এই কার্যক্রম চলবে। এসকল কাজের পাশাপাশি প্রতি বুধবার বিনা খরচে দু:স্থ নারীদের চিকিৎসাসেবা এবং ঔষুধ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।