মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের সহায়তায় এগিয়ে এসেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মানিকগঞ্জ জেলা যুবলীগ এই কর্মসূচী শুরু করে।
মঙ্গলবার রাতে জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবদুর রাজ্জাক রাজার নেতৃত্বে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল, জেলা পরিষদ চত্তর, ল’ কলেজ প্রাঙ্গনসহ বিভিন্ন সড়কের পাশে থাকা শতাধিক কর্মহীন ভ্রাম্যমান শ্রমিকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় পৌরসভার কাউন্সিল সুভাষ সরকার, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সাদিকুল ইসলাম সোহা, সৌমিত্র সরকার মনা, মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তাপন সাহা, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম সুমন, পাপ্পু ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন। আবদুর রাজ্জাক রাজা বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শতাধিক শ্রমিক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বাস টার্মিনালে রাত্রী যাপন করেন। এদের মধ্যে অধিকাংশ শ্রমিকের এখন কোনো কাজ নেই। কিন্তু সেহরী করতে পারেন না বলে অনেক শ্রমিক রোজা রাখতে পারেন না। কাউন্সিল সুভাষ সরকারের সহযোগীতায় এসব শ্রমিকদের জন্য রান্না করা খাবার বিতরন করা হচ্ছে। এই কার্যক্রম রোজার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে বলে তিনি জানান।