মানিকগঞ্জ ঘিওরে ব্যক্তিগত অর্থায়নে চারশত চল্লিশ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদে সামাজিক দুরত্ব বজায় রেখে বিশিষ্ট ব্যবসায়ী বাবু কালাচাঁদ সাহার ব্যক্তিগত অর্থায়নে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মোখতারুজ্জামান বাবু, ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী খান, বা.রা.ঠা উত্তরন সংঘের সাধারন সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন তপু, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আবির। বাবু কালাচাঁদ সাহা বলেন, দেশের এই দূর্যোগ মুহুর্তে দুঃস্থদের সহায়তার জন্য ব্যক্তিগতভাবে ত্রান কর্মসুচী হাতে নিয়েছি।
তিনি সকল বিত্তবান ব্যক্তিকে দুঃস্থদের পাশে এগিয়ে আসার আহবান জানান।