দ্বিতীয় বারের মতো মানিকগঞ্জ এর কৃষ্ণপুর ইউনিয়নে আব্দুল মজিদ নোবল মাইন্ড ইউনিয়নের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও দুস্থ ৯০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শনিবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিজনকে ৫ কেজি চাল,৩ কেজি আটা,১ কেজি ডাল,১ কেজি আলু,১ কেজি চিনি,১/২ কেজি সেমাই ও একটি করে মাস্ক বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম আসলাম রেজা, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও সরকারী আজিজুল হক কলেজের সহকারী প্রফেসর ( বি সি এস সাধারণ শিক্ষা) মোঃ জুয়েলুর রহমান ( জুয়েল) এবং সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আলমগীর হোসেন,মোঃ মেহেদী হাসান ও মাওলানা মোঃ রমজান আলী।
এছাড়াও আব্দুল মজিদ নোবল মাইন্ড ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম কনক,সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম( সুমন), সহসভাপতি মোঃ মাসুদ রানা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন,কোষাধ্যক্ষ মোঃ সোহাগ মিয়া(১),সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নিয়ামুল ইসলাম,প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন কার্যনির্বাহীর সদস্য মোঃ শহিদুল ইসলাম মোঃ সোহাগ মিয়া(২) মোঃ আতাউল গনি ওসমানি সহ সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় প্রধান উপদেষ্টা এস এম আসলাম রেজা এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।