স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য এনজিও আশা ও ওয়েভ ফাউন্ডেশন খাদ্য সামগ্রী বিতরন করেছে। আশার সিংগাইর আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরে মঙ্গলবার সকাল ১১ টায় ২শ প্যাকেট খাদ্য সামগ্রী (প্রতি প্যাকেটে ১০ কেজি চাল,২ কেজি আলু,২ কেজি ডাল,১ কেজি লবন ও ১ লিটার তেল) বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা,আশার ডিষ্ট্রিক ম্যানেজার সমীর চন্দ্র রায় ,সিংগাইর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো.মতিয়ার রহমান, শাখা ম্যানেজার দেবাশীষ মূখার্জী ও সিনিয়র সহকারি ম্যানেজার মো.মহিদুর রহমান ।
এছাড়াও একই সময়ে ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১শ জনের জন্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মাইক্রো ফাইনান্স কর্মসূচির পরিচালক কফিল উদ্দিন আহমেদ,রিক্স ম্যানেজমেন্ট মো.হোসাইন ইসমাইল রিপন,রিজিওনাল কো-অর্ডিনেটর মো.আরিফ সিকদার,সমৃদ্ধি কর্মর্সূচী সমন্বয়কারী ফিরোজ হোসেন ও লোকমোর্চা প্রকল্প সমন্বয়কারী হাবিবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।