1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে অপপ্রচার হচ্ছে : কাদের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫৫০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণের আগে নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত রয়েছে। যারা মৃত্যুবরণ করছে, ঢালাওভাবে বলা হচ্ছে, সবাই করোনায় মৃত। প্রকৃতপক্ষে, মৃত্যুর পর যাদের করোনা পরীক্ষা করা হচ্ছে, পজিটিভ-নেগেটিভ দুটোই আসছে। নানা শারীরিক জটিলতায় অনেকের স্বাভাবিক মৃত্যু হচ্ছে। এসব স্বাভাবিক মৃত্যু নিয়ে মিথ্যাচার করা হচ্ছে।’

জাতীয় ও আন্তর্জাতিক মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে, দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে। সামাজিক যোগযোগ মাধ্যমে অনেকেই টুইস্ট করে গুজব রটাচ্ছে। নানা অপরাধমূলক কাজে যারা উস্কানি দিচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সজাগ রয়েছে।’

কেউ ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের শিকার হলে বিষয়টি সরকারকে জানানোর আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম রহমতুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury