স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে চার কাপড় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হরিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন এ জরিমানা করেন ।
বিল্লাল হোসেন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝিটকা বাজারের সিটি প্লাজার লাবণ্য বস্ত্রালয়ের আল আমিন, সিমান্ত ফ্যাশনের সুজিত কুমার, মোল্লা বস্ত্রালয়ের আব্দুর রউফ ও দেওয়ান শপিং সেন্টারের সাব্বির বস্ত্রালয়ের মিজানুর রহমান দোকান খোলা রাখায় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।