মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরারমপুর উপজেলায় করোনা আক্রান্ত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। আজ (শনিবার) দুপুরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
সাবিনা ইয়াসমিন জানান, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ওই নারী গত ৮ মে শ্বাসকষ্টসহ শারীরিক সমস্যার কারণে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সেখানে তাঁর নমুনা সংগ্রহ করা হয়।
পরের দিন (৯ মে) পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। এর পর তাঁকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১০ মে ওই নারীর বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন একই দিন পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। ১৩ মে পরীক্ষায় তাঁদের সবার করোনা নেগেটিভ আসে।
ওই নারীর দেবর মিজানুর রহমান বলেন, করোনা পজিটিভ আসায় তাঁর ভাবীকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) দুপুর দুইটার দিকে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি ও ধর্মীয় বিধিবিধান মেনেই মৃত দেহ দাফনে ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।