স্টাফ রিপোর্টার:
গায়ক, সুরকার, গীতিকবি ও সংগীত পরিচালক আজাদ রহমান আর নেই। গতকাল শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজাদ রহমানকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকার কবির বকুল।
কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই সংগীত ব্যক্তিত্ব। ঢাকার ল্যাবএইড হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এর আগে তার কোলনস্কপি করা হয়। তাতে ধরা পড়ে সিস্ট। চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়।
‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’সহ অনেক গানের সঙ্গে জড়িয়ে আছে আজাদ রহমানের নাম।
আজাদ রহমান ১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালে স্নাতক সম্পন্ন করেন। কলকাতার জনপ্রিয় বাংলা সিনেমা ‘মিস প্রিয়ংবদা’র সংগীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে তার পথচলা শুরু।