স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে করোনা সংক্রামণরোধে সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আরোও দুটি হ্যান্ড ওয়াস বেসিন উদ্ধোধন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এ হ্যান্ড ওয়াস বেসিন নির্মান শেষে হস্তান্তর করা হয় । এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো: কাবুল খান, ক্যাবের সাধারন সম্পাদক এ বিএম সামসুন্নবী তুলিপ, জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এ্যাড: শামসুল আলম, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক এ্যাড: আমিনুল হক আকবর, সহ সাধারন সম্পাদক হুমায়ন কবীর, জেলা যুবলীগের অন্যতম সদস্য এ্যাড: দেওয়ান মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা এ্যাড: সাদিকুল ইসলাম সোহা, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেনসহ আইজীবীরা উপস্থিত ছিলেন।
এসময় হাত ধুয়ার জন্য কয়েকটি সাবান দেওয়া হয়।