মোঃ সাইফুল ইসলাম,ঘিওর:
মানিকগঞ্জ জেলার করোনা ভাইরাস প্রতিরোধ ও চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ের প্রধান সমন্বয়ক পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব কবির বিন আনোয়ার ঘিওর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ জনকে খাদ্য সহায়তা এবং সদর ইউনিয়নের চরঘিওর এলাকার ঘিওর উত্তরপাড়া আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিশুখাদ্য বিতরণ করেন। এছাড়া, ঘিওর সরকারি কলেজ সংলগ্ন নদীভাঙ্গন এলাকা এবং কুস্তা ভাঙ্গার নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙন কবলিত এলাকাসমূহে জরুরিভিত্তিতে কার্যক্রম শুরু করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ প্রদান করেন।
এসময় মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , ঘিওর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, ট্যাগ অফিসার, সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষকবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।