এস এম আকরাম হোসেন:
করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধের লক্ষ্যে মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমের নির্দেশে ঢাকা থেকে পাটুরিয়াগামী অবৈধভাবে আসা যাত্রীদের মানিকগঞ্জের চেকপোষ্ট থেকে তাদেরকে আটকিয়ে দেয়। পরে জেলা পুলিশের সহযোগিতায় ছয়টি বাসের ব্যবস্থা করে তাদের কর্মস্থল আবার ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরের দিকে মানিকগঞ্জের বাসষ্ট্যান্ড, পাটুরিয়া, আরিচাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় দুইশর মতো ঢাকা থেকে আসা মানুষকে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান (অপরাধ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা, বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকি পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুজ্জামান, তদন্ত ওসি হানিফ সরকারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, সারা বাংলাদেশেই লকডাউন চলিছে, এক জেলা থেকে অন্য জেলায় আগে একটু শিথিল ছিল, এইটাকে আরো জোরদার করার জন্য আমরা কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছি। পাটুরিয়া ঘাট এবং মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে যারা ঢাকা থেকে পায়ে হেটে বা অবৈধভাবে এসেছে তাদেরকে আমরা ঘুরিয়ে বাসে তুলে দেওয়ার ব্যবস্থা করছি।
এছাড়া ঢাকা- আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় চেক পোষ্ট বসিয়ে জরুরী যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।