স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝ থেকে অ্যাপসের মাধ্যমে সরকারিভাবে ধান কেনার জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক এস এম ফেরদৌস লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ ছাড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দিলদার মাহমুদ, গড়পাড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারসহ কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলার ১ হাজার ৫৮৮ জন কৃষকের মাঝে অ্যাপসের মাধ্যমে ১ হাজার ২৯৬ জন কৃষক নির্বাচন করা হয়। এসব কৃষকের কাছ থেকে সরকার প্রতি কেজি ২৬ টাকা দরে ধান সংগ্রহ করবে।