স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে বোর ধান কাটার উদ্ধোধন করলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পটল বিল এলাকায় কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এ সময় মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন মাহমুদ, নারী সংরক্ষিত কাউন্সিলর সাবিহা হাবিব, জেলা সার সমিতির সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন এস এম ফেরদৌস বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের কল্যাণে সার, বীজ ও সেচে বিদ্যুৎ বিলে ভর্তুকি দিচ্ছে। এ ছাড়া ধান কাটা ও মাড়াইয়ের আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টারে অর্ধেক মুল্যে ভর্তুকি দিচ্ছে।
জেলা কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় ৪৬ হাজার ৫৬৯ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এতে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৪৭ হাজার মেট্রিক টন।