পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদী থেকে যাত্রীবোঝাই ফেরি ফিরিয়ে আনলো পুলিশ, ফেরি থেকে যাত্রী নামিয়ে পুলিশের সহযোগিতায় বাসে করে তাদেরকে ঢাকায় প্রেরণ। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি সংস্থার এক কর্মকর্তার সিদ্ধান্তহীনতার কারণ ও স্থানীয় প্রশাসনের সাথে কোনো সমন্বয় না করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়।
বুধবার জানা গেছে, ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম মোঃ জিল্লুর রহমান ঢাকা নামক এক ফেরিতে রোগীবিহীন ৪টি এ্যাম্বলুন্স ও সহস্রাধিক যাত্রী বোঝাই দিয়ে বেলা একটার দিকে পাটুরিয়ার ৩ নং ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে দেন। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানার নজরে আসলে ফেরি ভিড়তে না দিয়ে মাঝ নদী থেকে উল্টো ফেরৎ আনা হয়।
ডিজিএম জিল্লুর রহমান জানান, যাত্রী চাপ বৃদ্ধি ও মানবিক কারণে ফেরি ছাড়তে হয়েছে।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম সাংবাদিকদের জানান, যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা থাকলেও আইন অমান্য করে ফেরিতে যাত্রী বোঝাই করা হয়েছে জেনে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে ফেরিসহ যাত্রীদের মাঝ নদী থেকে ঘুরিয়ে আনা হয়। পাটুরিয়া ঘাট থেকে পুলিশী ব্যবস্থায় যাত্রীদের উল্টা পথে ফিরিয়ে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, গত কয়েকদিনে ঢাকা থেকে পাটুরিয়া ঘাটের দিকে নানা অজুহাতে আসা ঈদে ঘরমুখী প্রায় হাজোরো যাত্রীদের বাসের ব্যবস্থা করে উল্টো ঢাকায় দিকে পাঠানো হয়েছে। এছাড়া মানিকগঞ্জ পার হয়ে কোন যাত্রী অন্য জেলায় যেতে না পারে তার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে।