স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজ হাবিবুর রহমান বিপিএম(বার),পিপিএম (বার)। আজ বুধবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া হাইওয়ে বাসষ্ট্যান্ডের চেকপোষ্ট গাড়ী থেকে নেমে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকি,সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এরপর সন্ধ্যায় জিআইজি হাবিবুর রহমান পাটুরিয়া ঘাট পরিদর্শন করেন।