এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল নিজ অর্থায়নে পৌরসভার ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।
বৃহস্পতিবার সকালে শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রসাশক এস এম ফোরদৌস ঈদ উপহার বিতরন উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পেশাজীবি সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক অলিয়ার রহমান খান,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস ছালাম, অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা, দৈনিক টেলিগ্রামের সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম সুজন, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।
করোনা প্রভাবের পর থেকেই এই নেতা সুলতানুল আজম খান আপেল পৌর এলাকার বিভিন্ন প্রান্তে মোবাইলে কলের মাধ্যমে এ পর্যন্ত ১০ হাজার পরিবারকে খাদ্য, ওষুধ ,শিশুদের দুধের টাকা,ফ্রি এম্বুলেন্স সার্ভিস,নগদ অর্থ সহায়তা দিয়েছেন।তার এ সহযেগিতা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবেন বলে জানান তিনি।