মানিকগঞ্জ প্রতিনিধি:
করোনার সংক্রমনরোধে মাঠ পর্যায়ের সাংবাদিকদের ফেসশিল্ড দিলেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীরীগের সহ-সভাপতি মো. রমজান আলী। আজ (সোমবার) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের হাতে এই ফেসশিল্ড তুলে দেন তিনি।
ফেসশিল্ড বিতরণকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লবচক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
সাবেক মেয়র মো. রমজান আলী বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই, অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। বেশকয়েকজন মারাও গেছেন।
তিনি বলেন, করোনা সংক্রমনরোধে ফেসশিল্ড খুবই কার্যকর। সাংবাদিকগণ ফেসশিল্ড পড়লে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চললে করোনায় সংক্রমনের ঝুঁকি অনেকটাই কমে যাবে। স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই মানিকগঞ্জ কর্মরত কিছু সংখ্যক সাংবাদিকদের ফেসশিল্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি।