স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে ২য় শ্রেনীর ছাত্র সাব্বির(৯) বজ্রপাতে নিহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গান্দারদিয়া গ্রামে এ নিহতের ঘটনা ঘটে। নিহত- মো.এনামুল হোসেন সাব্বির(৯)ওই এলাকার মো.ফরহাদ হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মো.এনামুল হোসেন সাব্বির(৯) ধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র ছিল। সে বিকাল ৪টার দিকে মা,বাবার অজান্তেই বৃষ্টির সময় পাশের বাড়ির আম গাছের
নিচে আম কুড়াতে যায়।
বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে নিহত হয়। বাড়িতে ছেলেকে না দেখে বৃষ্টির পর খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের বাড়ির আম গাছের নিচে পড়ে থাকতে দেখতে পায় তার মা। কাছে গিয়ে দেখে মারা গেছে। তার ডাকচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে সাব্বিরকে উদ্ধার করে। তার মৃত্যুতে মা বাবার কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে আসছে। স্থানীয় ইউপি সদস্য মো.শরিফ মিয়া জানান-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে হঠাৎ ঠাটা পরে তার মৃত্যৃ হয়েছে বলে আমি জেনেছি।