স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী কাজী বদুর উদ্দিন (বদু কাজী) (৭২) আর নেই (ইন্নালিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে স্ত্রী , ৩ পুত্র ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ মাগরিব সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে তার প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার নিজ বাড়ী সদর উপজেলার বেতিলা গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার বড় ছেলে কাজী হুমায়ুন কবীর লিটন তার পিতার আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।