ফরিদা ইয়াসমিন :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অসহায় দুস্থ মানুষের মাঝে মানবিক খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র ডাঃ জেসমিন আক্তার।
রবিবার ( ৭ জুন) বিকেলে মানিকগঞ্জ পৌর এলাকার কেওয়ারজানি গ্রামে লক ডাউন থাকা পরিবারের মাঝে নিজস্ব অর্থয়ানে করোনা ভাইরাস মোকাবেলার সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরণ করেন প্যানেল মেয়র ডাঃ জেসমিন আক্তার।
করোনা ভাইরাস সংক্রমণ শুরু থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে হত দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে মানবতার ফেরিওয়ালা কাউন্সিলর ডাঃ জেসমিন আক্তার।
প্যানেল মেয়র ডাঃ জেসমিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে খেটে খাওয়া অসহায় দুস্থ মানুষের মাঝে নিজ অর্থয়ানে এবং পৌরসভা মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরন অব্যাহত রয়েছে। পৌরসভা সহ মানিকগঞ্জ সদর উপজেলা আশে পাশের ইউনিয়ন পর্যায়ে কর্মহীন হয়ে পড়া এক হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।