স্টাফ রিপোর্টার:
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন তার কোন প্রেমই নাকি তিন মাসের বেশি টেকে না। হয় তো মজার ছলেই নিজেকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন তিনি। কারণ ৭ বছর প্রেমের সম্পর্কের পরে সম্প্রতি ভালোবাসার মানুষটির সঙ্গে বাগদান সেরে ফেলেছেন নায়িকা।
গত ১ মার্চ প্রেমিক ইফতেখার আলমের সঙ্গে বাগদান সেরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার। আজ সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
সেই ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।’
তবে নুসরাত ফারিয়া এখনই তার হবু বরকে নিয়ে বিস্তারিত কিছু জানাননি। ফারিয়ার এক ঘনিষ্টজন জানান, ফারিয়ার হবু বরের নাম ইফতেখার আলম। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
জানা গেছে, করোনাভাইরাসের দূর্দিন কাটলেই বেশ জমকালো আয়োজনে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।