স্টাফ রিপোর্টার:
শিক্ষকের নারী কোটা পূরণ, নিয়োগ বঞ্চিতদের যোগদান নিশ্চিতকরণসহ বেসরকারি শিক্ষক নিয়োগে ছয়টি জটিলতা নিরসন হতে যাচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চলমান সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, এনটিআরসিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল হাওলাদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমত, মহিলা কোটা পূরণের বিষয়টি আবশ্যিকভাবে অনুসরণ করে প্রতিষ্ঠান কর্তৃক ভুল তথ্যের কারণে মহিলা কোটায় নিয়োগপ্রাপ্তদের নিয়মিতকরণের বিকল্প ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ভুল তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন করে তাদের কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়।
দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের যোগদানে ব্যর্থতা/অপারগতার কারণসহ সর্বশেষ অবস্থার পূর্ণাঙ্গ তথ্য প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
তৃতীয়ত, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান/ব্যবসা শিক্ষা/ইংরেজি/আইসিটি) পদে নিয়োগ প্রাপ্তদের এমপিওভুক্তকরণ বিষয়ে প্রবর্তিত আর্থিক বৎসর অনুসারে এমপিওভুক্তকরণের ব্যবস্থা নিতে হবে। সহকারী শিক্ষকের (বাংলা) বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপের মাধ্যমে মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট মহাপরিচালকরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
চতুর্থ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ না থাকা/কাঠামো বহির্ভূত চাহিদা ইত্যাদি ভুল তথ্য পাঠানোর কারণে নিয়োগের সুপারিশকৃতদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ, যাদের বয়স ৩৫ বৎসর অতিক্রম করেনি, তাদের এসএমএস পাঠিয়ে সুপারিশপ্রাপ্ত পদে চাকরি করতে আগ্রহী কিনা জানতে হবে এবং আগ্রহী প্রার্থীদের ভিন্ন প্রতিষ্ঠানে প্রাপ্ত শূন্য পদের বিপরীতে পদায়নের জন্য এনটিআরসিএ ব্যবস্থা নেবে।
পঞ্চম, সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে সুপারিশকৃতদের মধ্যে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে যারা এখনো এমপিওভুক্ত হতে পারেননি, তাদের এমপিওভুক্ত চূড়ান্তকরণে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
ষষ্ঠ, সুপারিশকৃত প্রার্থী গ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানের যৌক্তিক অপারগতার ক্ষেত্রে বিকল্প প্রার্থী রাখার কোনো বিধান প্রচলিত আইনে রাখার সুযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এনটিআরসিএ-কে নির্দেশনা দেওয়া হয়।