ফরিদা ইয়াসমিন :
এস.এস.সি:২০০২-এইচ.এস.সি-২০০৪ ব্যাচের পক্ষ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার শতাধিক দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে দুস্থদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাচের প্রধান সমন্বয়ক ও সিআইডি গাজীপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: এনায়েত করিম (রাসেল),
ব্যাচের মুখপাত্র হাসিবুল ইসলাম আলামনি, আবু সালেক, ফারজানা খানম পুনম, ইনা,লুটাস, সদস্য প্রান গোপাল, মো: চাঁন, সাইদুর রহমান, মাসুদ রানা, মেজবা, শুকতার, ফারুক, জুলহাস, শিশির, পলাশ, তপু,আজম,কবির, টিপিুসহ ব্যাচের বন্ধুরা।
ব্যাচের প্রধান সমন্বয়ক ও সিআইডি গাজীপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত করিম রাসেল বলেন, আমাদের এই ব্যাচের বন্ধুরা মিলে করোনা ভাইরাস মহামারিতে খাদ্য সামগ্রীসহ বিভিন্নভাবে মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে আসছি।
তার ধারাবাহিকতায় আজকের এই খাদ্য উপহার বিতরণ করছি। আগামীতেও অব্যাহত থাকবে।