স্টাফ রিপোর্টার :
বজ্রপাতে নিহত মানিকগঞ্জ সদর উপজেলার পোড়রা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এই ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করেন মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম রাব্বি।
রাত আটটায় শুরু হওয়া স্মরণসভাটি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এস এম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্মরণসভায় যুক্ত থাকেন মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার আবু সায়েম মো: তৌহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সামছুদ্দিন মাসুদ, মানিকগঞ্জ সদর উপজেলার ৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা মাহমুদ, মত্ত বালক সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক মো: নূরুল ইসলাম ও বারাহি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন-অর-রশিদ।
মোহাম্মদ সামছুদ্দিন মাসুদ বলেন, প্রয়াত শিক্ষকের পরিবার যাতে সরকারি বিধি মোতাবেক সকল সুবিধা পান সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সারা দেশের শিক্ষকদের কাছ থেকে সহযোগিতা লাভের উদ্যোগ নিতে অনুরোধ করেন করে তিনি। সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ যতটুকু সম্ভব সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, প্রয়াত জাহাঙ্গীর আলমের পরিবার যাতে যথাযথ প্রাপ্য পেতে পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সরকারি প্রাপ্তির জায়গাগুলো নিশ্চিত করতে এবং তাঁর উত্তরাধিকারদের অধিকার রক্ষা করার ক্ষেত্রে সকলকে আন্তরিকভাবে পরিবারটির পাশে থাকতে হবে।
আবু সায়েম মো: তৌহিদুল ইসলাম বলেন, প্রয়াত শিক্ষক সরকারী চাকুরীর বিধান অনুযায়ী সবধারণের প্রাপ্যসুবিধা পাওয়ার ক্ষেত্রে তিনি সার্বিক সহযোগিতা করেন। এছাড়া, বজ্রপাতে মৃত্যুজনিত কারণে তাঁর পরিবার সরকারীভাবে আর্থিক সুবিধা পাবেন। শিক্ষক কল্যাণ তহবিল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। সবধরণের সুবিধা পাওয়ার ক্ষেত্রে তিনি সরকারের একজন কর্মকর্তা হিসেবে সবধরণের সহায়তা করবেন বলে জানান তিনি।
এরআগে, আলোচকরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ৬ জুন দুপুরে বাড়ির পাশে মারাইযন্ত্র দিয়ে ধানমারাইকালে বজ্রপাতে মারা যান পোড়রা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। প্রয়াত জাহাঙ্গীর আলমের বড় মেয়ে এসকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে এবং ছোট মেয়ে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ছে। তাঁর স্ত্রী গৃহিনী।